বুধবার ১ ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়ায় ৮৪ দশমিক ৯৫। দিনের মাঝামাঝি যা ৮৪ দশমিক ৯৬ রুপিতে উঠে গিয়েছিল। মঙ্গলবার ৮৪ দশমিক ৯০ রুপিতে বন্ধ হয়েছিল বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার। ভারতের মুদ্রার দরপতনের সঙ্গে শেয়ার সূচকেরও পতন হচ্ছে। খবর ইকোনমিক টাইমস
মূলত তিনটি কারণে ভারতের মুদ্রা রুপির দরপতন হচ্ছে। প্রথমত, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধির হার কমে গেছে। দ্বিতীয়ত, ভারতের শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ চলে যাচ্ছে, অর্থাৎ ডলার বেরিয়ে যাচ্ছে। সেই সঙ্গে ভারতের বাণিজ্যঘাটতি বৃদ্ধি পাওয়া।