• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়া ঘাগুটিয়া বিজিবির জালে এবার ধরা পড়লো নারি মাদক কারবারি।

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ১৯:৪৮ অপরাহ্ণ
আখাউড়া ঘাগুটিয়া বিজিবির জালে এবার ধরা পড়লো নারি মাদক কারবারি।

আখাউড়া ঘাগুটিয়া বিজিবির জালে এবার ধরা পড়লো নারি মাদক কারবারি।

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান আখাউড়া থেকে: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পলি আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে বর্ডারগার্ড বিজিবি’র সদস্যরা।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্দ ইউপির শিকারমুড়া হতে ঘাগুটিয়া বিওপির টহলদল তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত পলি আক্তার কসবা উপজেলার শাহাপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘাগুটিয়া বিওপির সদস্যরা ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তবে সাথে থাকা শিকারমুড়ার স্থানীয় বাসিন্দা হেবজু মিয়ার ছেলে কবির মিয়া (৪৫) নামে অপর মাদক চোরাকারবারি পালিয়ে যায়।

পরে আটককৃত মাদকসহ পলি আক্তারের বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আখাউড়া থানায় সোপর্দ করা হয়। এবং একই দায়ে পলাতক কবির মিয়ার বিরুদ্ধেও মামলা রুজু করা হয়।