• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়ায় বিএসএফ’র গুলিতে আহত বাংলাদেশি

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৫, ১৯:২৯ অপরাহ্ণ
আখাউড়ায় বিএসএফ’র গুলিতে আহত বাংলাদেশি

পাশাপাশি বিএসএফ'র সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ঘটনাস্থলের কাছে সন্ধ্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন, ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে মো. আসাদুল ইসলাম +২৮)। ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ইটনা সীমান্তে তিন রাউন্ড গুলি করে বিএসএফ। এতে আসাদুল আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আসাদুল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পিকআপ ভ্যান চালাতো। ১০ রমজানের দিনের সর্বশেষ সেখানে যায় সে। ফেরার পথে সপ গুলিবিদ্ধ হয়। বিএসএফ তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান জানান, ভারত সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি নদী পার হওয়ার সময় গুলি করে বিএসএফ। আহত ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি বিএসএফ’র সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ঘটনাস্থলের কাছে সন্ধ্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।