• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা বাড়ছে, শপথ শুক্রবার

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৪, ২০:১৪ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা বাড়ছে, শপথ শুক্রবার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা সংখ্যা বাড়ছে। আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনে শপথ নেবেন কয়েকজন উপদেষ্টা। তবে নতুন কতজন উপদেষ্টা হবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৩ উপদেষ্টা শপথ নেন। সে সময় ঢাকার বাইরে থাকায় অন্য তিন উপদেষ্টা শপথ নিতে পারেননি। তাদের মধ্যে দুজন সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নেন গত রোববার। সবশেষ মঙ্গলবার উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুক-ই-আজম।