বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে আবুল হাসান স্বজন নামে (২৫) এক তরুণকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, মেয়র আইভীসহ ৪৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ২০০ জনকে।
শনিবার (১৭ আগস্ট) রাতে নিহত আবুল হাসানের ভাই আবুল বাশার অনিক সদর মডেল থানায় বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত আবুল হাসান স্বজন বেসরকারি একটি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কাজ করতেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন- শামীম ওসমানের ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তার ছোট ভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।
মামলা সূত্রে জানা যায়, ৫ আগস্ট দুপুরে শহরের চাষাঢ়ায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছিল। এ সময় আবুল হাসান স্বজন ও তার ভাই আবুল বাশার অনিক চাষাঢ়ায় ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের গলির ভেতরে আশ্রয় নেন। এ সময় গুলিবিদ্ধ হন আবুল হাসান স্বজন। তাকে প্রথমে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।