• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তরুণরা ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সাবধান : ডা. শফিকুর রহমান

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪, ১৩:২০ অপরাহ্ণ
তরুণরা ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সাবধান : ডা. শফিকুর রহমান

তরুণরা ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সাবধান : ডা. শফিকুর রহমান

সংবাদটি শেয়ার করুন....

মফঃস্বল বার্তা প্রতিবেদন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে বলেছেন, ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট। এদেশের মজলুম জনগণের সহায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন।

রোববার (২৪ নভেম্বর) তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লেখেন,  জুলাই ও আগস্ট বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্র-তরুণ যুব সমাজের প্রতিনিধিদেরকে যারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইবে, তারা আগামীর বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিপক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করবেন।

তিনি আরও লেখেন,  তরুণ যুব সমাজকে ষড়যন্ত্রকারী শত্রুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে।