• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪, ১৩:৩৪ অপরাহ্ণ
তেজগাঁওয়ে বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

তেজগাঁওয়ে বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

সংবাদটি শেয়ার করুন....

নিজেস্ব প্রতিবেদন: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনা নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংর্ঘষ চলছে। বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গাজী শামিমুর রহমান।

তিনি জানান, বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে নিয়ে সংর্ঘষের সূত্রপাত এ ব্যাপারে কিছু বলতে পারেননি ওসি।

জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে বুটেক্স বিশ্ববিদ্যালয়ের আজিজ হল ও ঢাকা পলিট্যাকনিক ইন্সটিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে আর কয়েকটি হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে এ সংঘর্ষ। প্রায় দু’ঘন্টা শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় চলা সংর্ঘষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুটেক্সের উসমানী হলের শিক্ষার্থী শাফিন বলেন, লতিফ ও আজিজ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংর্ঘষের রূপ নেয়। পরে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদে রিকশা করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।