• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ার স্বৈরশাসকের পতন, নিপীড়িত জনগণকে অভিনন্দন জানালো কাবার ইমাম

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ
সিরিয়ার স্বৈরশাসকের পতন, নিপীড়িত জনগণকে অভিনন্দন জানালো কাবার ইমাম

সিরিয়ার স্বৈরশাসকের পতন, নিপীড়িত জনগণকে অভিনন্দন জানালো কাবার ইমাম

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্সবাশার আল আসাদের পতনের মাধ্যমে সিরিয়ায় অবসান ঘটেছে র্দীঘ দিনের স্বৈরশাসনের। উল্লাসে মেতে উঠেছেন সিরিয়ার সাধারণ জনগণ। মুসলিম বিশ্বের তীর্থস্থান কাবা শরীফের ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারী সিরিয়াসহ পৃথিবীর সব দেশের নিপীড়িত জনগণের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

কাবার ইমাম নিজের ভেরিভায়েড ফেসবুক পেইজে তিনি বলেছেন, হে আমাদের সিরিয়ান বন্ধুরা, আপনাদের অভিভন্দন। অভিনন্দন পৃথিবীর প্রত্যেক নিপীড়িত জনগনের প্রতি। সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার, যিনি প্রত্যেক মজলুমের অন্তর প্রশান্ত করেছেন।

প্রসঙ্গত, বাশার আল-আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় ছিলেন। এর আগে তার বাবা হাফেজ আল-আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন।

তবে ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ।

যদিও ২০১৫ সালে বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া। সে বছর সিরিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় তারা। এরপর বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়।