• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে ইট বালুর ব্যবসা, ধুলাবালির কারণে চরম ভোগান্তিতে সাধারণ জনগণ।

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪, ১৩:৪৫ অপরাহ্ণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে ইট বালুর ব্যবসা, ধুলাবালির কারণে চরম ভোগান্তিতে সাধারণ জনগণ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে ইট বালুর ব্যবসা, ধুলাবালির কারণে চরম ভোগান্তিতে সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন....

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকার কে আলী পাম্পের পুর্ব পার্শ্বে ভূঁইয়া ট্রেডার্সের মালিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে ইট এবং বালুর ব্যবসা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে ধুলাবালির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় এলাকাবাসী।

সরেজমিনে নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এলাকাবাসী জানান, মহাসড়ক দিয়ে প্রতিদিন শত শতশত গাড়ী যাতায়াত করে, গাড়ির বাতাসের সাথে বালু উড়ে গিয়ে মানুষের চোখে মুখে পড়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এদিক দিয়ে মানুষ যাতায়াত করতে পারছে না। বাতাসের সাথে এই বালু উড়ে গিয়ে আশেপাশের দোকানের মালামাল নষ্ট হচ্ছে,কোন লোক দোকানে বসে খাবার খেতে পারছে না। এতে করে সাধারণ ব্যবসায়ীরাও চরম ক্ষতি সম্মুখীন হচ্ছেন। এলাকাবাসী আরো জানান, এই জায়গায় ড্রাইভার’রা আগে গাড়ী পার্কিং করে হোটেলে খাবার এবং চা নাস্তা করত, কিন্তুু এখন এখানে গাড়ী রাখলে দোকানের মালিকের ছোট ভাই সমন্বয়ক পরিচয় দিয়ে ড্রাইভারদেরকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে তারা প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

দোকানের মালিক খায়রুল সুমন এর মুঠো ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তার ছোট ভাই শুভ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকেও পাওয় যায়নি।

এ ব্যাপারে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান কৌসিক এর মুঠো ফোনে বারবার ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।