• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি কোনো অন্যায় কাজ পছন্দ করে না যারা, তারা দলের কেউ নয়–এডভোকেট হেলাল 

Mofossal Barta
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪, ১৬:৫৩ অপরাহ্ণ
বিএনপি কোনো অন্যায় কাজ পছন্দ করে না যারা, তারা দলের কেউ নয়–এডভোকেট হেলাল 

বিএনপি কোনো অন্যায় কাজ পছন্দ করে না যারা, তারা দলের কেউ নয়--এডভোকেট হেলাল 

সংবাদটি শেয়ার করুন....

হিজলা প্রতিনিধিঃ বরিশাল জেলার হিজলা -মেহেন্দিগঞ্জ সংসদীয় আসনের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ নক্ষত্র হাটি হাটি পা পা করে প্রতিটি মানুষের ধারে ধারে গিয়ে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ও মন্দিরে সকল শ্রেণীর পেশার মানুষের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উন্নতি ভবিষ্যতের আশার আলো কথাগুলো তুলে ধরছেন সকলের কাছে।

বরিশাল জেলার হিজলা উপজেলায় বিভিন্ন মাদরাসায় কাপেটিং ও কোরআন শরীফ বিতরণ কালে এডভোকেট এম হেলাল উদ্দিন এ কথা বলেন।তিনি আরো বলেন,যারা জিয়াউর রহমানের আদর্শের বি এন পি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তারা রাষ্ট্রনায়ক তারেক রহমানের নিদের্শনা মেনে দল করতে হবে।যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে অন্যায় কাজে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল বি এন পি কঠোর ব্যবস্থা নিবে।

মঙ্গলবার সকাল ৮ টার সময় উপজেলার নরসিংহপুর কাজী বাড়ি মাদরাসা ও উপজেলা সদর নুরে মদিনা মাদরাসায় সহকারী এ্যাটনি জেনারেল ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত-৪ এডভোকেট এম হেলাল উদ্দিন কোরআন শরীফ ও কাপেটিং বিতরণ করেন।
এ সময় উপস্তিত ছিলেন বরিশাল জেলা মৎস্যজীবিদলের আহবায়ক ফারুক খান,উপজেলা বি এন পির নেতা নায়েব নাজমুল হক,শাহেআলম প্যাদা,সাজাহান দপ্তরী,বারেক মাঝি,মুলাদী মৎস্যজীবিদলের সভাপতি আবুল কালাম আজাদ,জেলা মৎস্যজীবিদলের সদস্য আবুল বাশার সহ অনেকে।