• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সারা দুনিয়াকে মানবতার দুনিয়ায় পরিণত করতে হবে’

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ণ
সারা দুনিয়াকে মানবতার দুনিয়ায় পরিণত করতে হবে’

সারা দুনিয়াকে মানবতার দুনিয়ায় পরিণত করতে হবে’

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়াসারা দুনিয়াকে মানবতার দুনিয়ায় পরিণত করার আহবান জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে আয়োজিত মানবতার রাজনীতির উদয় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এ আহবান জানান। ইনসানিয়াত বিপ্লব এ সমাবেশের আয়োজন করে।

এ সময় প্রধান বক্তা ইমাম হায়াত আরো বলেন, ‘সত্যের নামে মিথ্যার ধারা চলছে। ধর্মের নামে অধর্ম চলছে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে সত্য ও মানবতার পক্ষে থাকবো নাকি মিথ্যা ও জুলুমের পক্ষে থাকবো। সব মানুষ ভাই ভাই আমরা মানবতার দুনিয়া চাই।’
তিনি বলেছেন, ‘মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার পক্ষে মানবতা রাজনীতি গ্রহন করতে হবে। মানবতার রাজনীতি ছাড়া মানব জীবনে আর কোন বৈধ রাজনীতি নেই। কল্যাণের রাজনীতি নেই। অধিকার স্বাধীনতা রাজনীতি নেই।’

তিনি বলেন, ‘মানবতার রাজনীতি ছাড়া সব রাজনীতি জীবন স্বাধীনতাকে ধংস করার অধিকার হরণ করার লুটতরাজের, খুন, জুলুমের, মিথ্যা রাহবার রাজনীতি। আমরা সেগুলোকে সমর্থন করতে পারি না। সামনে নির্বাচন আসছে, আমাদেরকে বুঝতে হবে ভোটের সাথে ঈমান জড়িত। আমরা ঈমানদার হিসেবে মিথ্যা জুলুমকে ভোট দিতে পারি না। আমি মানুষ হিসেবে মানবতা বিরোধী অপরাধনীতিকে, বস্তুবাদকে, অধর্ম ও উগ্রবাদকে ভোট দিতে পারি না। ইনসানিয়াতকে ভোট দেওয়া আল্লাহ রাসুলের পক্ষে থাকা। ইনসানিয়াতকে ভোট দেয়া, কারবালার পক্ষে ভোট দেয়া। সব মানুষকে দ্বীনকে রক্ষা করার পক্ষে ভোট দেয়া, নিজের জীবনের অধিকার, স্বাধীনতার রক্ষা করা। ইনসানিয়াত কে ভোট দেয়া মানে নিজেকে রক্ষা করা। বাংলাদেশের উসিলা করে সারা দুনিয়াকে মানবতার দুনিয়ায় পরিণত করতে হবে। সত্য মানবতার ধারাকে বিজয়ী করতে হবে’। মিথ্যা এবং জুলুম অবিচার ধ্বংসযজ্ঞকে দূর করার আহবান জানান তিনি।
ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। সমাবেশস্থলে বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। দুপুর থেকেই লোকজন সমাবেশে এসে যোগ দেন।