• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি – শামসুজ্জামান দুদু”

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫, ১৮:৫১ অপরাহ্ণ
আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি – শামসুজ্জামান দুদু”

আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি - শামসুজ্জামান দুদু,

সংবাদটি শেয়ার করুন....

আঃ রাজ্জাক সরকার গাইবান্ধা জেলা: গাইবান্ধায় বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত ১৫ বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী মামলা-হামলা, হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ। তাদের আরাধ্য স্বপ্ন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি আমরা।

জনগণের সত্যিকারের দল হিসেবে বিএনপিকে শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের আদর্শে গড়ে তোলার সময় এসেছে। আমরা সেই লড়্গ্যে কাজ করছি। তিনি মঙ্গলবার দুপুরে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের মিলনায়তনে সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। বিএনপির রংপুর বিভাগীয় টিমের নির্দেশে গাইবান্ধা জেলা বিএনপি এই সাংগঠনিক সভার আয়োজন করে।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, যত তাড়াতাড়ি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করা হবে তাতে বাংলাদেশের মঙ্গল হবে। তিনি বর্তমান সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান।
এই সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক নেতা উপস্থিত ছিলেন। তারা দলকে সুসংগঠিত করতে বিরাজমান বিভিন্ন অসংগতি দুর করার আহবান জানান।