এ ছাড়া জামতলা থেকে উত্তরে আজমপুরের দিকে রেললাইনের পাশের রাস্তায় থাকা ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। দোকানগুলো রাস্তার পাশে রেলওয়ের জায়গা দখল করে বানানো হয়েছিল। এতে আরও প্রায় এক কিলোমিটার রাস্তা অবৈধ দখলমুক্ত করা হয়।
অভিযানে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, দক্ষিণখান ও উত্তরখান এলাকার দুটি প্রধান সমস্যা রয়েছে, একটি সরু রাস্তা, অন্যটি জলাবদ্ধতা। এলাকাবাসীর দাবি, যেন দ্রুত এই দুটি সমস্যার সমাধান করা হয়। কিন্তু রাস্তা প্রশস্ত করতে ভবনমালিকেরা জায়গা ছাড়ছেন না। জলাবদ্ধতা দূর করতে নালা নির্মাণও করা যাচ্ছে না।