• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ণ
শেষ পর্যন্ত পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

শেষ পর্যন্ত পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন।রোববার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর তিনি ইস্তফা দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদন বলছে, ইম্ফলে রাজ্যপাল অজয়কুমার ভাল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্রও জমা দিয়েছেন বীরেন সিং।

পদত্যাগপত্রে বীরেন লিখেছেন, ‘এত দিন মণিপুরের মানুষের সেবা করতে পেরেছি, এটা আমার কাছে সম্মানের। মণিপুরবাসীর স্বার্থ রক্ষার জন্য সময়োপযোগী পদক্ষেপ এবং নানা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত করার জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ। ’

সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবকে ফাঁস হওয়া অডিও টেপের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাঁচ দিন পর পদত্যাগপত্র জমা দিলেন বীরেন সিং।  ওই টেপে সিংকে বলতে শোনা যাচ্ছে, রাজ্যে জাতিগত সহিংসতা তার জেদের কারণেই সংঘটিত হয়েছে।

সূত্র জানিয়েছে, মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবনাচিন্তা করছিল কংগ্রেস। ভোটাভুটি হলে বীরেন সরকারের পতন হতে পারে, এমনই আশঙ্কা ছিল।  এই পরিস্থিতিতে বীরেনের পদত্যাগ ছাড়া কোনও গতি ছিল না। বৈঠকে তাকে সে কথা বলেও দেন শাহ।

গত দেড় বছরেরও বেশি সময় ধরে গোষ্ঠীসংঘর্ষে অশান্ত মণিপুর। এ পর্যন্ত কয়েক শ মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন আরও অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে অতীতে বার বারই প্রশ্ন উঠেছে।