• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় জাতীয় ভোটার দিবস পালিত”

Mofossal Barta
প্রকাশিত মার্চ ২, ২০২৫, ১৯:০৯ অপরাহ্ণ
কুমিল্লায় জাতীয় ভোটার দিবস পালিত”

কুমিল্লায় জাতীয় ভোটার দিবস পালিত

সংবাদটি শেয়ার করুন....

আর.জে রিমা, কুমিল্লা ব্যুরো: র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যে রবিবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার, পুলিশ সুপার নাজির আহমেদ খান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারের উপস্থিতিতে নগরীর ফৌজদারি মোড় থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে এসে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক।

আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভোটার তালিকা নির্ভুল ও ত্রুটিমুক্ত করতে নাগরিক সমাজকে সচেতন ও সম্পৃক্ত করতে হবে। এছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ সময় নির্বাচন কর্মকর্তারা জানান, আগামী ১১ এপ্রিলের মধ্যে কুমিল্লা মহানগর ও ১৭ উপজেলায় একযোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে। ইতিমধ্যে পাঁচটি উপজেলায় কার্যক্রম শেষ হয়েছে।
ত্রুটিমুক্ত তালিকা প্রণয়নের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের আগে এ কার্যক্রম সফলভাবে শেষ করার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাজির আহমেদ খান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, কুমিল্লা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব রাশেদুল হাসান, স্কুল শিক্ষার্থী নুসরাত জাহান মাইশা, কলেজ ছাত্র নাজমুস সাকিব।