• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নাসিরনগর বিএনপি সম্পাদকের ইফতারে সভাপতির ‘না’

Mofossal Barta
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ১৯:২৭ অপরাহ্ণ
নাসিরনগর বিএনপি সম্পাদকের ইফতারে সভাপতির ‘না’

নাসিরনগর বিএনপি সম্পাদকের ইফতারে সভাপতির ‘না’

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ইফতার নিয়ে বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পাদকের মধ্যে দ্ব›দ্ব দেখা দিয়েছে। সাধারন সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৩টি ইউনিয়নের ইফতারের তারিখ ঘোষণা করেছেন।

একদিন পর পৃথক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সভাপতি লিখেছেন, ‘এমন ঘোষণা সাধারণ সম্পাদকের এখতিয়ার বহির্ভুত।
উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন ৬ মার্চ স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে লিখেছেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনা মোতাবেক নাসিরনগর উপজেলা বিএনপির অধীনস্থ প্রত্যেক ইউনিয়ন এর সভাপতি/ সাধারন সম্পাদককে স্ব স্ব উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল করার অনুরোধ করা হলো।’ ওই বিজ্ঞপ্তিতে ৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত উপজেলার ১৩ টি ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিলের তারিখ উল্লেখ করা হয়।

এদিকে এ নিয়ে ৮ মার্চ পাল্টা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন উপজেলা বিএনপি’র সভাপতি এম এ হান্নান। ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি লিখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম যে সাধারন সম্পাদক ১৩ টি ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিলের তারিখ ঘোষণা করেছেন। এটি সাধারন সম্পাদকের এখতিয়ার বহির্ভুত ও সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। নিজেদের সুবিধামতো সময়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করার জন্য ওই বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন রবিবার সকালে এ প্রতিবেদককে বলেন, ‘১৩টি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সম্পাদকের সঙ্গে সভা করে তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে ঢাকায় থাকায় ওই সভায় সভাপতি ছিলেন না। এখন তিনি হজে চলে যাচ্ছেন। ওনার দেওয়া প্রেস বিজ্ঞপ্তি আমি দেখেছি। তবে আমার দেওয়া নির্ধারিত সময়েই ইফতার ও দোয়া মাহফিল হবে।’
উপজেলা বিএনপি’র সভাপতি এম এ হান্নান বলেন, ‘তারিখ নির্ধারণের বিষয়ে আমি কিছুই জানি না। বিষয়টি জেলার আহবায়ক ও সদস্য সচিবকে জানানো হয়েছে। আমি ২৩ মার্চ উমরাহ থেকে ফিরে সবার সঙ্গে আলোচনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করবো।’