বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আশরাফুল হাসান তপুকে সভাপতি ও কাজী রাজীউর রহমান তানভীরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত কমিটি সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া হয়। পরে নতুন কমিটির নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেন।
অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি পদে মো. হাসানুর রহমান ওবায়দুল্লাহ, লিটন হাসান জিহাদ, অ্যাডভোকেট আফরোজা আক্তার রুমা, দুলাল আল মাইজভান্ডারী, সাইফ উদ্দিন সুমন, আতিক খান, হাফেজ মাওলানা বাইজিদ, এস. কে শফিকুল ইসলাম শুভ, মো. আলী আহমদকে রাখা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন হিজবুল্লাহ হেলালী, ইঞ্জিনিয়ার মো. ফখরুদ্দিন, কাউসার শিকদার, জাকির হোসেন ওবায়দুল, মো. মোস্তাকিম ও মো. আক্তারুজ্জামান,। সাংগঠনিক সম্পাদক পদে মো. মাসুম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মমিনুল হাসান তাজ, শামিম আহমেদ ভুইয়া, ফারুক ইসলাম জুনাইদ, মোস্তাকিম আহমেদ, জামাল ব্যাপারী, সৈয়দ সোহেল ইসলাম। এছাড়াও আরো কিছু পদের নাম ঘোষণা করা হয়।