• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাব্য পরিষদ কুষ্টিয়া ও সুন্দরবন ললিত কলার আয়োজনে কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫।

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫, ২০:৩০ অপরাহ্ণ
কাব্য পরিষদ কুষ্টিয়া ও সুন্দরবন ললিত কলার আয়োজনে  কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫।

সন্ধ্যা পর্যন্ত এই আয়োজনে এই প্রথমবারের মতো আবৃত্তি শিল্পীদের নিয়ে কবি কনক চৌধুরীর প্রথম উদ্যোগকে অতিথিবৃন্দ স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন....

রাশিদা খাতুন কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কবিতা হোক সমাজ বদলের অঙ্গীকার এ প্রতিপাদ্য বিষয় নিয়ে –
১১৪ জন কবিদের নিয়ে কাব্য পরিষদ কুষ্টিয়া ও সুন্দরবন ললিত কলার আয়োজনে কবি ও লেখক কনক চৌধুরীর সভাপতিত্বে ঢাকা থেকে দেশবরেণ্য কবি ও আবৃত্তি শিল্পী ইমরোজ সোহেল সকাল নয়টায় অনুষ্ঠানটির উদ্বোধনী ঘোষণা করেন।
এ উপস্থিত ছিলেন কবি ইসমত শিল্পী, ইংরেজি বিভাগ কুষ্টিয়া সরকারি কলেজ অধ্যাপক তোফাজ্জল হোসেন,, কবি রেনু আহমেদ, সাংবাদিক ও কবি আদিত্য শাহীন,
কুষ্টিয়া আবৃতি পরিষদ সভাপতি কবি আলম আরা জুই, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অধ্যাপক সরোয়ার মোর্শেদ রতন কুষ্টিয়ার আরো বিশিষ্টজনদের উপস্থিতিতে ১১৪ জন আবৃত্তি শিল্পীদের নিয়ে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী পরিপূর্ণ ছিলো।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কুষ্টিয়ার সংস্কৃতি, ভাষাতত্ত্ব ও লোকসমাজ নিয়ে আলোচনা করেন।
সন্ধ্যা পর্যন্ত এই আয়োজনে এই প্রথমবারের মতো আবৃত্তি শিল্পীদের নিয়ে কবি কনক চৌধুরীর
প্রথম উদ্যোগকে অতিথিবৃন্দ স্বাগত জানান।