• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের কারাগার থেকে দুই বছর পর ফিরেছেন চার শিশুসহ ১৩ বাংলাদেশি

Mofossal Barta
প্রকাশিত জুন ২৪, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ
ভারতের কারাগার থেকে দুই বছর পর ফিরেছেন চার শিশুসহ ১৩ বাংলাদেশি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ
ভারতে দুই বছর কারাভোগের পর আজ সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন চার শিশুসহ ১৩ বাংলাদেশি।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ সকাল ৮টায় ট্রাভেল পারমিট প্রক্রিয়ার জন্য তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আজহারুল ইসলাম বলেন, আড়াই বছর আগে ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে মানব পাচারকারীরা তাদের ভারতের কলকাতায় নিয়ে যায়। পাচারকারীরা তাদের কলকাতার শিয়ালদহো রেলস্টেশনে ফেলে রেখে যায়। তিনদিনের মধ্যে সেখানে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেন।

সাজা শেষ হওয়ার পর কলকাতার মানবাধিকার সংস্থা রেসকিউ ফাউন্ডেশন তাদের আশ্রয় দেয়।

তাদের জাস্টিস কেয়ার নামে একটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে, যা এখন তাদের পরিবারের সাথে তাদের পুনর্মিলনের সুবিধা দেবে, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেছেন।