খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিতে নিউজ কাভারে বাধা প্রদান।
ব্যুরো প্রধান খুলনা মোঃ বাবুল সানা: আজ দুপুর ১২ টার সময় অনুষ্ঠিত হয়েছে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্ম কর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন জনাব, মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, NDC,AFW,PSC, চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড,
বিশেষ অতিথি (২)জনাব মোঃ শহিদুল ইসলাম, সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
(৩) জনাব লুনা শারমিন, পরিচালক, পবিস মঃ ও ব্যাঃ পঃ (পশ্চিমাঞ্চল)পরিদপ্তর,বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড,
(৪) জনাব মোঃ আব্দুল আজিজ, পরিচালক (CS&M) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
অদ্য ২২/০৪/২০২৫
সদর দপ্তরে নিউজ ভিডিও করতে গেলে কতৃপক্ষ বাধা প্রদান করে। বাধা দিচ্ছেন কেন প্রশ্ন করলে তাঁরা বলেন সেনাবাহিনীর কোন প্রোগ্রাম ভিডিও করা যাবেনা বলে জানায় এবং ফুটেজ ডিলেট করে দেয় যেকারণে তাদের বক্তব্য রেকট করা সম্ভব হয়নি। এ খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সদস্য প্রকৌশলী জনাব কাওছার আলী সহ বিভিন্ন সাংবাদিক মহল নিন্দা জানিয়েছেন।