মফঃস্বল বার্তা ডেস্ক: ওকাপ এনজিও কর্তৃক আয়োজিত অভিযোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় গ্রাম আদালতের কার্যক্রম এবং প্রচারণা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
অদ্য ২৪/০৪/২০২৫ ইং তারিখে বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদ হলরুমে অভিযোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব সুলতানা রাজিয়া স্বপ্না, উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ মুর্শিদ আলম,
হিসাব সহকারী জনাব মো: শাহ জালাল, ইউপি মেম্বারবৃন্দ, উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ,উক্ত সমন্বয় সভায় গ্রাম আদালত এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর জনাব আতাউর রহমান সানি,সমন্বয় সভায় সকলে একমত পোষণ করে গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে নিজ নিজ ওয়ার্ডে প্রচার ও প্রচারণা চালিয়ে যাবে।