• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৫, ১৪:২৫ অপরাহ্ণ
পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা

শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এর আগে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় ব্যাসিলিকায় শায়িত রাখা হয়েছে, যেখানে বিশ্বনেতাসহ লাখো মানুষ শ্রদ্ধা জানাতে সমবেত হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন....

বাসস: প্রয়াত পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটির সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার সেখানে পৌঁছান তিনি।

শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এর আগে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় ব্যাসিলিকায় শায়িত রাখা হয়েছে, যেখানে বিশ্বনেতাসহ লাখো মানুষ শ্রদ্ধা জানাতে সমবেত হচ্ছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোপ ফ্রান্সিস ছিলেন অধ্যাপক ইউনূসের কাজের একজন বড় ভক্ত। তিনি বারবার ইউনূসের সামাজিক ব্যবসা ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন।

বিশেষ করে, অধ্যাপক ইউনূসের ‘তিন শূন্য’ দর্শন—যেখানে পৃথিবীতে কোনো দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ থাকবে না—তা পোপ ফ্রান্সিস গভীরভাবে সমর্থন করতেন। এই লক্ষ্য বাস্তবায়নে ইউনূসের সঙ্গে যৌথভাবে ভ্যাটিকানে ‘তিন শূন্য উদ্যোগ’ চালু করেন পোপ।