• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেইলি রোডে শপিংমলে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Mofossal Barta
প্রকাশিত মে ৫, ২০২৫, ২০:৪৯ অপরাহ্ণ
বেইলি রোডে শপিংমলে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
সংবাদটি শেয়ার করুন....

মফঃস্বল বার্তা ডেস্ক: ঢাকার বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের শপিংমলের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়ে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তারা জানিয়েছেন যে, ভবনটির নিচতলায় প্রথম আগুন লাগে। তবে কীভাবে আগুনটি লাগলো প্রাথমিকভাবে সেটি জানাতে পারেনি কর্মকর্তারা।

আগুন থেকে বাঁচতে ভবনের ছাদসহ বিভিন্ন তলায় নারীসহ বেশ কয়েক জন আশ্রয় নেন। তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয় যে, সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শপিংমলটিতে আগুন লাগে।

আগুনের খবর পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আগুন বড় হওয়ায় পরবর্তীতে আরও আটটি ইউনিট আনা হয়।

গত বছরের ২৯শে ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের একটি বহুতল ভবন ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জন নিহত হন।

ভবনটিতে অবস্থিত একটি খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে তখন জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।