• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে আসন্ন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাদশা মিয়ার কর্মী সভা অনুষ্ঠিত

Mofossal Barta
প্রকাশিত মে ৬, ২০২৫, ১৯:১৩ অপরাহ্ণ
মানিকগঞ্জে আসন্ন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাদশা মিয়ার কর্মী সভা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

সংবাদটি শেয়ার করুন....

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কর্মীসভা করেছেন সৌদি প্রবাসী মোঃ বাদশা মিয়া।

সোমবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে মোঃ বাদশা মিয়ার নিজ বাসভবনে এই কর্মী সভার আয়োজন করেন। আলোচনা সভার শুরুতেই ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে জনসমর্থন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৌদি প্রবাসী ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাদশা মিয়া তার কর্মী সভায় বলেন, জনকল্যাণের লক্ষ্যে প্রথম বারের মতো চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি।

জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাদশা মিয়া আরও বলেন, বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এ ইউনিয়নকে ভাল কিছু উপহার দিতে পারেনি। করেনি রাস্তা-ঘাটের উন্নয়ন। এবার আমাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমাকে একটিবার আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

এছাড়া নির্বাচনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজিবপুর উচ্চ বিদ্যালয় অবঃ মৌলবি শিক্ষক মোঃ খোরশেদ আলম, উত্তর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব: সহকারী শিক্ষক মোঃ খোরশেদ আলম ( খোকা), কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নুরুল হক প্রামানিক নয়া মিয়া, এম এম নুর হোসেন, মোঃ হাবিবুর রহমান ও সৌদি প্রবাসী মোঃ বাদশা মিয়া।