• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য র‌্যাবের হাতে গ্রেপ্তার”

Mofossal Barta
প্রকাশিত মে ৭, ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ
আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য র‌্যাবের হাতে গ্রেপ্তার”

বরিশালের বানারীপাড়ায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (০৬ মে

সংবাদটি শেয়ার করুন....

বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (০৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব- ৮ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।

গ্রেপ্তারকৃতরা হলো বরগুনা জেলা সদরের শিয়ালিয়া এলাকার নুরুল ইসলাম সিকদারের ছেলে মো. সেলিম শিকদার (৫৩), বরিশালের বানারীপাড়া উপজেলার কচুয়া এলাকার মো. আজিজ সরদারের ছেলে মো. বাদশা সর্দার (৪৫), ও ইন্দ্রের হাওলা এলাকার নজরুল ইসলামের ছেলে ডালিম হাওলাদার (৪৮)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২২ এপ্রিল রাত ২ টার দিকে বানারীপাড়া উপজেলার দক্ষিণ বাইশারী এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মো. মিজানুর রহমান বাবুল (২৫) এর বসতঘরে ডাকাতির ঘটনা ঘটে। ওইসময় ডাকাত সদস্যরা মুখে কাপড় ও বিভিন্ন রঙের মুখোশ বাধা অবস্থায় বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে পরিবারের সদস্যদের মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে। পাশাপাশি বসতঘরে রক্ষিত ১৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার, ২টি মোবাইল এবং নগদ ২ লাখ টাকাসহ আনুমানিক সর্বমোট ২২ লাখ ৪৩ হাজার ৫ শত টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়।

যে ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বানারীপাড়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। যে মামলার তদন্তকারী কর্মকর্তা সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তারকৃত তিনজনকে গ্রেপ্তারের জন্য বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক বরাবর অভিযাচন পত্র প্রেরণ করে।
যার প্রেক্ষিতে র‌্যাব-৮ এর বরিশাল সদর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করে।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদেরর প্রত্যক্ষ অংশগ্রহণে ইতিপূর্বে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে গ্রেপ্তারদের দেয়া তথ্যানুযায়ী লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানায় র‌্যাব।