• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের জাফলংয়ে খেলার মাঠ দখল করতে এসে স্থানীয়দের তোপের মুখে ভারতীয় বিএসএ

Mofossal Barta
প্রকাশিত মে ৮, ২০২৫, ১৮:২৭ অপরাহ্ণ
সিলেটের জাফলংয়ে খেলার মাঠ দখল করতে এসে স্থানীয়দের তোপের মুখে ভারতীয় বিএসএ

বর্তমানে ওই খেলার মাঠটি অপদখলীয় ভূমি হিসেবে রয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সীমানা নির্ধারণীয় কাজ স্থগিত রাখা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন....
অনলাইন ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটের জাফলং সীমান্তে খেলার মাঠ দখল করতে এসে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও স্থানীয়দের এলাকাবাসীর বাধার মুখে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিয়ে সীমান্তে জড়ো হন স্থানীরা।
বৃহস্পতিবার সকাল দুপুরে সিলেটের পর্যটন নগরী জাফলং এর নলজুরি আমস্বপ্ন গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, দুপুরের দিকে কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় তারা ওই গ্রামের ১২৭৭-৭৮ নম্বর সীমানা পিলার সংলগ্ন একটি খেলার মাঠ দখলের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বিএসফকে বাধা দেয়।
এক পর্যায়ে দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এ দৃশ্য দেখার পর স্লোগান দিয়ে সীমান্তে জড়ো হন স্থানীয় এলাকাবাসী। তারা স্লোগান দিয়ে বলেন, দেশের এক ইঞ্চি মাটি কাউকে নিতে দেবোনা। স্থানীয়দের তোপে মুখে একর্যায়ে পিছু হটে বিএসএফ। এসময় লাঁঠিসোটা হাতে নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সাথে সীমান্ত এলাকায় অবস্থান নেয় গ্রামের বাসিন্দারা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, জয়েন্ট জরিপ অনুযায়ী ওই খেলার মাঠটি তাদের। কিন্তু গ্রামের সাধারণ মানুষ দেশের ভেতরের জায়গা নিজেদের মনে করে উত্তেজনা সৃষ্টি করে।
বর্তমানে ওই খেলার মাঠটি অপদখলীয় ভূমি হিসেবে রয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সীমানা নির্ধারণীয় কাজ স্থগিত রাখা হয়েছে বলে তিনি জানান।