• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত

Mofossal Barta
প্রকাশিত মে ১৬, ২০২৫, ১৪:১৬ অপরাহ্ণ
গৌরনদীতে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হিমেল গোমস্তা (২৬) ও শাহীন মাল (১৮) নামে আরো দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: বরিশালের গৌরনদীতে দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হিমেল গোমস্তা (২৬) ও শাহীন মাল (১৮) নামে আরো দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

তালহা উপজেলার পশ্চিম বার্থী গ্রামের বাসিন্দা আজাদ বেপারীর ছেলে এবং স্থানীয় একটি কলেজে এ বছরের এইচএসসি পরিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে কথা বলছিলেন তিন বন্ধু। এ সময় হঠাৎ একটি দ্রুতগামী পিকআপভ্যান পেছন দিক থেকে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহারিয়া আজাদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হিমেল ও শাহীনকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, পিকআপটি শনাক্ত ও চালককে গ্রেফতারের জন্য অভিযান চলছে।