• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটের ইঞ্জিনে ধোঁয়া”

Mofossal Barta
প্রকাশিত মে ২০, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
ঢাকা ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটের ইঞ্জিনে ধোঁয়া”

আজ মঙ্গলবার সকাল ৭টা ৯ মিনিটের দিকে বিমানটি ছেড়ে গিয়েছিলো এবং প্রায় এক ঘণ্টা পর সকাল ৮টা ১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয়।

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পর টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ডান দিকের ইঞ্জিনে ধোঁয়া সৃষ্টি হলে বিমানটিকে ফের অবতরণ করানো হয়।

আজ মঙ্গলবার সকাল ৭টা ৯ মিনিটের দিকে বিমানটি ছেড়ে গিয়েছিলো এবং প্রায় এক ঘণ্টা পর সকাল ৮টা ১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয়।

বিমানবন্দর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়।

ফ্লাইটটিতে মোট ২৮০ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন বলে জানানো হয়েছে। তাদেরকে হোটেলে স্থানান্তর করা হয়েছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।