• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশ কর্তৃক ০১ কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধারসহ ০১ জন মদক কারবারি গ্রেফতার:

Mofossal Barta
প্রকাশিত মে ১২, ২০২৪, ১৩:৪৩ অপরাহ্ণ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশ কর্তৃক ০১ কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধারসহ ০১ জন মদক কারবারি গ্রেফতার:
সংবাদটি শেয়ার করুন....

মোঃ সুজা মিয়া, জেলা প্রতিনিধি গাইবান্ধা,
পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে মোঃ লাইছুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত), পলাশবাড়ী থানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মাহফুজ আলম সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার ০১নং ওয়ার্ডের অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি (বি.এ.টি) অফিসের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী চেকিং ডিউটি করাকালে অদ্য ১০/০৫/২০২৪ তারিখ দুপুর ১২.০৫ ঘটিকার সময় রংপুর টু ঢাকাগামী “F.K LINE” যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৩-১৮৪৭ উক্ত বাসটি থামিয়ে চেকিং করাকালে উক্ত গাড়ীর G-3 সিটে বসে থাকা যাত্রী ধৃত আসামী মোঃ মনিরুল ইসলাম (৩৫), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, মাতা-মোছাঃ মমেজা খাতুন, সাং-মাড়গাঁও (দক্ষিণ অংশ), থানা-খানসামা, জেলা-দিনাজপুর এর হেফাজত হইতে ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এই বিষয়ে পলাশবাড়ী থানার নিয়মিত মামলা নং-১৩, তারিখ-১০/০৫/২০২৪ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৯ (ক) রুজু করা হয়।
পুলিশ সুপার মহোদয় দিকনির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।