• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের জয়ন্তী নদীতে যৌথ অভিযানে ১৯ গলদা চিংড়ি আটক

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২, ২০২৪, ১৫:০২ অপরাহ্ণ
বরিশালের জয়ন্তী নদীতে যৌথ অভিযানে ১৯ গলদা চিংড়ি আটক
সংবাদটি শেয়ার করুন....

হিজলা প্রতিনিধিঃ

বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে উপজেলা প্রশাসন মুলাদী ও মৎস্য দপ্তর মুলাদী এবং হিজলা, মুলাদী থানা পুলিশ ২ জুলাই সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের অভিযানে ভোলা থেকে আগত ১টি ট্রলারসহ ১৯ ড্রাম গলদা চিংড়ির রেনু পোনা ( মোট ১১ লাখ ৪০ হাজার) জব্দ করে তা নদীতে অবমুক্ত করা হয়েছে এবং ১১ জন কে আটক করা হয়েছে। আটক ১১ জনের প্রত্যেক কে ৪৫০০ টাকা করে মোট ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ট্রলার টি পরবর্তীতে নিলাম এ বিক্রি করা হবে।

 

থানার সাব ইন্সপেক্টর মোঃ গোলাম মোস্তফা মুলাদী থানা পুলিশ এর নেতৃত্ব দেন।মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দিন ও হিজলায় দায়িত্বরত মুলাদী অতিরিক্ত দায়িত্বরত মৎস্য কর্মকর্তা মোঃ আলম সহ অভিযান চলে ।