• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে হিন্দু ধর্মাবলম্বীদের রথ যাত্রা উৎসব

Mofossal Barta
প্রকাশিত জুলাই ৭, ২০২৪, ১৯:০৩ অপরাহ্ণ
ঘিওরে হিন্দু ধর্মাবলম্বীদের রথ যাত্রা উৎসব
সংবাদটি শেয়ার করুন....

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :

অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওরে রথ যাত্রা উৎসব পালন করেছে হিন্দু ধর্মালম্বীরা। ঘিওর গরু হাট নামক স্থানে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রথ বিরতি করে।

রবিবার ৭ জুলাই দুপুরের দিকে এই রথ যাত্রার উদ্বোধন করা হয় ।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিপুল সংখ্যক পূর্ণার্থী এই রথ যাত্রা উৎসবে যোগ দেন। রথ উপলক্ষে বসেছে ৭দিনব্যাপী গ্রামীন মেলা।