• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মামলা বাতিল চেয়ে হাইকোর্টে ড. ইউনূসের আবেদন

Mofossal Barta
প্রকাশিত জুলাই ৮, ২০২৪, ১৩:৪৬ অপরাহ্ণ
মামলা বাতিল চেয়ে হাইকোর্টে ড. ইউনূসের আবেদন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ
অর্থ আত্মসাতের অভিযোগের মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ আবেদন করেন।

ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে।

গত ১২ জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আগামী ১৫ জুলাই এ বিষয়ে সাক্ষ্যগ্রহণের তারিখ রাখা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।