• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘মার্চ ফর জাস্টিস’: খুলনায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

Mofossal Barta
প্রকাশিত জুলাই ৩১, ২০২৪, ১৮:৫০ অপরাহ্ণ
‘মার্চ ফর জাস্টিস’: খুলনায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ

খুলনার সদর উপজেলায় আজ বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘জাস্টিস মার্চ’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভরত পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, শহরের সাতরাস্তা মোড়ে দুপুর ২:১৫ মিনিটে সংঘর্ষ শুরু হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এবং কমপক্ষে 19 জনকে গ্রেপ্তার করেছে, তবে পুলিশ তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্য করতে চায়নি।

দুপুর ১টা ৪০ মিনিটের দিকে শহরের নিরালা মোড় থেকে শত শত শিক্ষার্থী মিছিল শুরু করে রয়েল মোড়ের দিকে মিছিল করে।

ময়লা পোতা মোড়ে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

প্রায় দেড় ঘন্টা ধরে সংঘর্ষ চলে এবং বেলা ৩:৪৫ টার দিকে, বিক্ষোভকারীরা চলে যাওয়ার পর পুলিশ এলাকায় টহল দিচ্ছিল।

রয়্যাল মোড় এবং ময়লা পোতা মোড় সহ বিভিন্ন মোড়ে উল্লেখযোগ্য পুলিশ উপস্থিতি মোতায়েন করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সন্ধ্যার পর পুলিশ এ বিষয়ে কথা বলবে।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, জোরপূর্বক গুম, ছাত্র ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে গতকাল রাতে ‘জাস্টিস মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ গতরাতে দ্য ডেইলি স্টারকে বলেন, আজ দুপুরে দেশের সব আদালত চত্বর, ক্যাম্পাস ও প্রধান সড়কের সামনে থেকে পদযাত্রা হবে।