• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে জরিমানা

Mofossal Barta
প্রকাশিত মে ২১, ২০২৪, ১৮:২৫ অপরাহ্ণ
রংপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে জরিমানা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মিঠাপুকুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্গাপুর গ্রামের রুমন মীরা (২৭) ও রাশেদ মিয়া (২৮) দুজনেই মিঠাপুকুর উপজেলার সাঠিবাড়ি কলেজ ভোট কেন্দ্রে ভোটার না হওয়ায় তাকে হাতেনাতে ধরা হয়।

পরে পুলিশ তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তাদের এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে, আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান।

তবে দণ্ডপ্রাপ্তদের অনুগত চেয়ারম্যান প্রার্থীর বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।উপজেলায় মোট ১৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

চেয়ারম্যান পদে নির্বাচনে লড়ছেন সাবেক মিঠাপুকুর উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান কামরু, সাবেক মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন মন্ডল মাওলা (মোটরসাইকেল), সাবেক সংসদ সদস্য শাহ আলম ফকিরের ছেলে ইঞ্জিনিয়ার শাহ।