• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে এলেন আখাউড়া থানা পুলিশ

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১২, ২০২৪, ১৮:১১ অপরাহ্ণ
কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে এলেন আখাউড়া থানা পুলিশ
সংবাদটি শেয়ার করুন....

 

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

দেশের বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে পুলিশ সদস্যরা হতাহতের ঘটনার বিচার চেয়ে ১১ দফা দাবিতে কয়েক দিনের কর্মবিরতি শেষ করে কাজে ফিরলেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের সদস্যরা।
(১২ আগষ্ট সোমবার) সকাল থেকে সেনাবাহিনীর সহযোগীতায় পুলিশের ইউনিফর্মে থানার কার্যক্রম শুরু আখাউড়া থানা পুলিশ ।
এ সময় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আপনারা জানেন এতদিন পুলিশ কর্মবিরতি পালন করেছে। আমরা যারা পুলিশে চাকরি করি,আমাদের মন মানসিকতা ও চিন্তা চেতনায় আছে জনগনের সাথে কাজ করার। আমারা স্বাধীন কমিশন চাই, কোন গোষ্ঠীর অধীনে কাজ করতে চাই না। আমরা বাংলাদেশ পুলিশ স্বাধীনভাবে জনগনের কল্যাণে কাজ করতে চাই।
অফিসার ইনচার্জ আরও বলেন, আমাদের কিছু দাবি ছিল ইতিমধ্যে অন্তরর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের দাবিতে সম্মতি জ্ঞাপন করেছেন। এই জন্য আমরা আজ থেকে পুলিশিং কার্যক্রম শুরু করেছি। আমারা আশা করব থানার অধীনস্থ সুশীল সমাজ ও ছাত্র সমাজ যারা রয়েছে জনকল্যান সহ সকল ধরনের কাজে আমাদের পুলিশকে সহযোগিতা করবে।
এ সময় অফিসার ইনচার্জ বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন,এই দূর্যোগ সময়ে সেনাবাহিনী যে ভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগীতা করেছে সেই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।