আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ বলেন, খেয়াল রাখতে হবে আওয়ামী দোসররা যেন দলে ঢুকে যেন ক্ষতি করতে না পারে। এখন সবাই বিএনপি হয়ে গেছে। ত্যাগীরা গত ১৭ বছর অনেক কষ্ট করেছেন। যারা দল করেছেন তারা বোঝেন কত কষ্টে সময় গেছে তাদের।
সোমবার (১২ আগস্ট) বিকেলে ঘিওর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত বিশাল পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিকের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান মাসুদ , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার প্রমুখ।
এ সময় বক্তারা স্বৈরশাসক আওয়ামী লীগের মতো যেন বিএনপির নেতাকর্মীরা আচরণ না করে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ করে সংখ্যালঘু ও অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।