• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে পুলিশের লুট হওয়া ২১ অস্ত্র, ২৭৫ গুলি উদ্ধার

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ
চট্টগ্রামে পুলিশের লুট হওয়া ২১ অস্ত্র, ২৭৫ গুলি উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

গণআন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর চট্টগ্রামের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া ২১টি অস্ত্র এবং ২৭৫ গুরি উদ্ধার করেছে র‍্যাব।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে এসএমজি, চায়নিজ রাইফেল, শট গান, পিস্তল ও গ্যাস গান রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের অস্ত্র লুটপাটের পর র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়েছিল। পাশাপাশি সাধারণ জনগণও অস্ত্র উদ্ধারের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করায় অস্ত্র উদ্ধার অভিযানে গতি আসে।

গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর দেশজুড়ে থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে একের পর এক হামলা হতে থাকে। ভাঙচুর ও লুটপাটও করা হয় অনেক থানায়।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, পাহাড়তলী, পতেঙ্গা, ইপিজেডসহ বেশ কয়েকটি থানায় ব্যাপক লুটপাট হয়, এসব থানায় আগুনও দেওয়া হয়েছিল ওইদিন। এছাড়া হামলার চেষ্টা হয়েছিল নগরীর দামপাড়া পুলিশ লাইন্সেও।