• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ৫ বছরের শিশু হত্যার দায়ে সৎ মা গ্রেফতার

Mofossal Barta
প্রকাশিত মে ২৩, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ
গাজীপুরে ৫ বছরের শিশু হত্যার দায়ে সৎ মা গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজ পাঁচ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে তার সৎ মায়ের অ্যাপার্টমেন্ট থেকে।

নিহত মিম আক্তার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সবুজ মিয়ার মেয়ে পুলিশের বরাত দিয়ে আমাদের প্রতিবেদক জানান।

পরিবারের সদস্য ও পুলিশ জানায়, সবুজ দ্বিতীয় বিয়ে করে কিছুদিন আগে তার নতুন স্ত্রীকে উপজেলার হরিণহাটি এলাকায় নিজ বাড়িতে নিয়ে আসে। ওই ভবনের তৃতীয় তলায় মায়ের সঙ্গে থাকতেন মিম।

গতকাল সকাল ১০টার দিকে নিখোঁজ হন মিম। তার বাবা-মা দুপুর পর্যন্ত তার সন্ধান না পাওয়ায় তারা এবং স্থানীয়রা এলাকায় খোঁজাখুঁজি শুরু করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি, তারা যোগ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফ্যান্সি জুয়েল জানান, সন্দেহ হলে স্থানীয়রা পঞ্চম তলায় আয়নার ফ্ল্যাটে তল্লাশি চালায় এবং রাত ৮টার দিকে তার একটি সানশেডে বস্তায় মিমের লাশ দেখতে পায়।

কালিয়াকৈর থানার ডিউটি ​​অফিসার এসআই আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় গতকাল রাতে মিমের সৎ মা আয়না আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়েরের পর তাকে আটক করেছে পুলিশ।

আয়নাকে আজ আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

সূত্রঃ দ্য ডেইলি স্টার