• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

অধ্যাপক ইউনূসের জামিন ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে

Mofossal Barta
প্রকাশিত মে ২৩, ২০২৪, ১৩:৪৩ অপরাহ্ণ
অধ্যাপক ইউনূসের জামিন ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন পরিচালকের জামিন ৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে ঢাকার একটি ট্রাইব্যুনাল।
ইউনূসের আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ইনচার্জ) এম এ আউয়াল এই আদেশ দেন।

সকাল ১১টার দিকে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ইউনুস ও তার তিন সহকর্মী ট্রাইব্যুনালে হাজির হন। আইনজীবী জানান, মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অস্থায়ী জামিনের মেয়াদ বাড়ানোর জন্য তারা আবেদন করেছেন।

ট্রাইব্যুনাল এই মামলায় শ্রম আদালতের সাজার বিরুদ্ধে ইউনূস এবং তিন গ্রামীণ টেলিকম পরিচালকের করা আপিলের শুনানির জন্য ৪ জুলাই ধার্য করেছে।

শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ চারজনকে ছয় মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।