• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়া যুবলীগকর্মী রুবেল গ্রেপ্তার

Mofossal Barta
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ
উত্তরায় আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়া যুবলীগকর্মী রুবেল গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার উত্তরায় ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া যুবলীগ কর্মী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানান, গত ৩ অগাস্ট উত্তরা ১১ নম্বর সেক্টরে ছাত্র-জনতার ওপর গুলি ছুড়েছিলেন রুবেল। ওই সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার ৪৫ নম্বর আসামি তিনি।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম বলেন, গ্রেপ্তার রুবেল ঢাকা মহানগর উত্তরের ৩২ নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় যুবলীগ কর্মী।

“তিনি উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত একটি মামলার আসামি। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে, রুবেলকে ডিবির কাছে হস্তান্তর করা হবে।”