• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় রেমালের কারণে বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নামিয়েছে পিডিবি

Mofossal Barta
প্রকাশিত মে ২৭, ২০২৪, ১৩:৩৯ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় রেমালের কারণে বিদ্যুৎ উৎপাদন  অর্ধেকে নামিয়েছে পিডিবি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) আজ তার স্বাভাবিক উৎপাদনের অর্ধেকেরও বেশি বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে, যার ফলে সারা দেশে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

ঘূর্ণিঝড় রেমালের কারণে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে উপকূলীয় এলাকায় অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছে পিডিবি।

পিডিবির মুখপাত্র শামীম হাসান বলেন, “ঘূর্ণিঝড়ের সময় সারাদেশে অনেক বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রধানত খুলনা ও বরিশাল অঞ্চলে। ক্ষতি মেরামতের পর আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।”

পিডিবির তথ্য অনুযায়ী, বর্তমানে তারা প্রায় ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, যা গতকাল ছিল ১২ হাজার মেগাওয়াটের বেশি।

উৎপাদন কম হওয়ায় ঢাকাসহ আশপাশের অনেক এলাকাসহ সারাদেশে গত মধ্যরাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন শুরু হয়।