• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড়ে লক্ষীপুরে ঘরের চাল ভেঙে ৭ বছরের শিশু নিহত

Mofossal Barta
প্রকাশিত মে ২৭, ২০২৪, ১৮:২৪ অপরাহ্ণ
ঘূর্ণিঝড়ে লক্ষীপুরে ঘরের চাল ভেঙে ৭ বছরের শিশু নিহত
সংবাদটি শেয়ার করুন....

লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা ৫ নং চন্ডিপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর সংসার আলী বেপারি বাড়ির  লুতা বেপারির ৭ বছরের নাতি ঘর ভেঙ্গে পড়ে মৃত্যুবরণ করেন। ঘরের ভিতরে আটকা পড়ে লুতা বেপারির স্ত্রী ও তার নাতি।  ঘটনাস্থলেই নাতি মৃত্যুবরণ করেন ।

লোকজন এসে লুতা বেপারির স্ত্রী মারাত্মক আহত হয়। চিকিৎসর জন্য পাঠানো হয়  রামগঞ্জ হাসপাতলে, তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে ঘটনাটি জানা যায়।  এতে এই এলাকাবাসী আতঙ্ক বিরাজ করছে।