আল মামুন
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওরে গরু চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের একটি গরু এবং এ কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
আটক ছয়জনকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পয়লা গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো নাগরপুর উপজেলার জালাই গ্রামের রাজিব ( ২৫), ফয়েজপুর গ্রামের সাজিদ (২০), মোঃ বাবু ( ২৮), দপ্তিয়র চরপাড়া গ্রামের সাগর হোসেন ( ২৩), দপ্তিয়র গ্রামের সাইফুল ইসলাম (২০), দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের ইউনুস (২০)।
ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিম্বাস বলেন, থানায় মামলা হয়েছে । আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।