• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে হাত পা বেঁধে ফার্নিচার কারখানায় ডাকাতি  

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪, ১৬:০২ অপরাহ্ণ
সাভারে হাত পা বেঁধে ফার্নিচার কারখানায় ডাকাতি  
সংবাদটি শেয়ার করুন....

 সাভার প্রতিনিধি

সাভারে একটি ফার্নিচার কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় ডাকাতরা নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে কারখানার বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার (১১ অক্টোবর) রাতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত একটি ফার্নিচার কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।

এদিকে শনিবার (১২ অক্টোবর) সকালে ডাকাতির বিষয়টি জানিয়ে কারখানার সুপার ভাইজার বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও লুণ্ঠিত মালামাল উদ্ধার কিংবা ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার রাতে সোয়া ১১টার দিকে ৩ জন থেকে ৪ জন লোক কারখানার গেটে এসে কোম্পানির মাল এসেছে জানিয়ে নিরাপত্তা কর্মীদের গেট খুলতে বলে। এসময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মী গেট খুলে মাল দেখতে বের হলে অন্তত ৩০-৩৫ জন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে কারখানা ভিতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ফেলে। 

পরে ডাকাতরা কারখানার ভিতরে বিশ্রামে থাকা সুপারভাইজারসহ আরও ১৩ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর সবাইকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। তারপর একটা কক্ষে আটকে রেখে তাদের কাছে থাকা নগদ প্রায় ৬০ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়।

লিখিত অভিযোগে সুপারভাইজার আরও উল্লেখ করেন, ডাকাতরা আমাদের আটকে রেখে রাতভর কারখানায় লুটপাট করে। তারা আমাদের কারখানার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে মালিকের ক্যাশ ভেঙে নগদ টাকাসহ বিপুল পরিমাণ স্টিলের পাইপসহ মূল্যবান মালামাল এবং একটি হায়েস গাড়ি লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আমরা নিজেরাই মুক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেই।

কারখানাটির এডমিন অফিসার আরিফ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় ৩০/৩৫ জনের ডাকাতদল অস্ত্রের মুখে আমাদের সিকিউরিটি গার্ডদের জিম্মি করে একটি কক্ষে আটকে রেখে তাদের বিপুল পরিমাণ মেটাল, একটি হায়েস গাড়ি ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। তবে এখনি লুণ্ঠিত মালামালের দাম এবং ক্ষয়ক্ষতির পরিমান উল্লেখ করা যাচ্ছেনা।

ডাকাতির বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) জুয়েল মিয়া বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। তবে কোন নিউজ করার দরকার নেই। ওসি জুয়েল এসময় ডাকাতের ঘটনাটি একটু এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন। এমনকি রাতে সাভার মডেল থানায়ও আসার কথা বলেন।