• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

দুপুর ১২টা পর্যন্ত তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ২০ শতাংশেরও কম

Mofossal Barta
প্রকাশিত মে ২৯, ২০২৪, ১৬:৩৬ অপরাহ্ণ
দুপুর ১২টা পর্যন্ত তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ২০ শতাংশেরও কম
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ

আজ দুপুর ১২টা পর্যন্ত তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ২০ শতাংশেরও কম বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

কমিশন কার্যালয়ে সাংবাদিকদের নির্বাচনী হালনাগাদ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মোট ৭ হাজার ৪৫০টি ভোট কেন্দ্রের অর্ধেক নির্বাচনী কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কমিশন এ হিসাব করেছে।

তিনি বলেন, “মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা এখন পর্যন্ত সব ভোটকেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে তা নির্ধারণ করতে পারিনি। আমরা ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছি। ভোটকেন্দ্রের অর্ধেকই ২০ শতাংশের নিচে”।

আজ সারাদেশের ৮৭টি উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।