বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
আমীরে জামায়াতে ডাঃ শফিকুর রহমান বলেন
আওয়ামী লীগ থেকে সাবধান থাকতে হবে। তারা যে কোন সময় আঘাত করতে পারে। পতিত সৈরাচারের অন্তরে জ্বালাপোড়া সৃষ্টি হয়েছে। তারা আনসারলীগ, বিচারিক ক্যু করতে চেয়েছে। এখন তারা ইসলামিক চাদর গায়ে নতুন রূপে আবির্ভূত হচ্ছে। বাংলাদেশকে দুনিয়ার সামনে জঙ্গী চরমপন্থী দেশ হিসেবে পরিচয় করাতে চাচ্ছে ।
আওয়ামী লীগের দোসররা যারা চিহ্নিত তারা যেন সরকারে না থাকে। তাদের বিচার হতে হবে।
মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের টেংকের পাড়স্থ জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট দল ও তাদের দোসররা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সেই টাকা বিদেশে পাচার করেছে। কানাডায় বেগম পাড়া গড়ে তুলেছে।
আমীরে জামায়াত বলেন, সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ জাতির উপর তান্ডব চালিয়েছে। এমন কোন মানুষ নেই নির্যাতিত নিষ্পেষিত হয়নি।
তিনি বলেন, আমাদের সন্তানরা লবলছে ৫ আগষ্ট আমরা স্বাধীন হয়েছি। কিন্তু এখনও বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। এখনও সেই সিন্ডিকেট জাতির ঘাড়ে বসে আছে। এই সিন্ডিকেটকে তছনছ করে দিতে হবে। তানাহলে বাংলাদেশের মানুষ এদের হাতে আরও বেশি নির্যাতিত হবে।
জামাত সহ অনেক দলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তিনিবলেন মিথ্যা অপবাদ দিয়ে প্রহসনের বিচারের মাধ্যমে জামায়াতের নেতাদেরকে হত্যা করেছে। যারা হত্যাকারী তাদেরকে শাস্তি পেতেই হবে।
জেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।