• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার বাড্ডায় একটি বাড়িতে বিস্ফোরণে একজন নিহত ও অপর একজন আহত

Mofossal Barta
প্রকাশিত মে ৩০, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ণ
ঢাকার বাড্ডায় একটি বাড়িতে বিস্ফোরণে একজন নিহত ও অপর একজন আহত
সংবাদটি শেয়ার করুন....

ঢাকার বাড্ডা এলাকায় আজ সকালে একটি বাড়িতে বিস্ফোরণে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (মিডিয়া উইং) কর্মকর্তা তালহা বিন জাসিম, তিনতলা ভবনের নিচতলায় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে।

খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বলে জানান তিনি।

তালহা বলেন, ফায়ার আধিকারিকরা প্রাথমিকভাবে সন্দেহ করছেন যে রান্নার সিলিন্ডারে লিক হওয়ার কারণে ফ্ল্যাটের ভিতরে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে।

বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে ফায়ার সার্ভিস ও পুলিশ তদন্ত করবে বলেও জানান তিনি।