• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪, ১৪:৪০ অপরাহ্ণ
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সংবাদটি শেয়ার করুন....

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. ফিরোজ খান (৩৫) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফিরোজ খান বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, ফিরোজকে তার বোনের বাড়ি থেকে খালি জমিতে ডেকে নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। পরে মরদেহ বোনের বাড়ির সামনে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।