• ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকার কী চায় তা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন : নজরুল ইসলাম

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪, ১৬:১২ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকার কী চায় তা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন : নজরুল ইসলাম
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তী সরকার কী চায় বা কী করবে তা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা পায়নি। সবখানে এখনো স্বৈরাচারের দোষররা বসে আছে। তারা যাতে কোন ধরণের ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

 

তিনি বলেন, যে স্বপ্নের বাংলাদেশের জন্য হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে, সে স্বপ্ন বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।