• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও পরিবারের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪, ১২:০২ অপরাহ্ণ
সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও পরিবারের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও পরিবারের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

সংবাদটি শেয়ার করুন....

মফঃস্বল বার্তা: সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার, এবং মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ মামলার অনুসন্ধানের দায়িত্বে থেকে তাদের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন, যা শুনানির সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর উপস্থাপন করেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের সোনাপুর এলাকা থেকে জান্নাত আরা হেনরী এবং তার স্বামী শামীম তালুকদার লাবুকে র‌্যাব গ্রেপ্তার করে। এরপর তাদের বিরুদ্ধে তিনটি হত্যা এবং একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়।